ভূমি অফিসে নিজ কক্ষ থেকে সার্ভেয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় মো. জসিমউদ্দিন খান (৫০) নামে এক সার্ভেয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভূমি অফিসে নিজ কক্ষ থেকে সার্ভেয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত

রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সার্ভেয়ার মো. জসিমউদ্দিন খান পটুয়াখালীর বাউফল নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তিনি চাকরি সুবাদে বরিশাল নগরীতে থাকতেন।

নৈশ প্রহরী নিখিল জানান, রাত ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ‘ভূমি অফিসের তিন তলায় নিজ কক্ষ থেকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায়  তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত না করে নিশ্চিত করে বলা যাবে না। ময়নাতদন্ত প্রতিবেদন না এলে মৃত্যুর কারণ নিয়ে বলা যাবে না।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com