বিএম কলেজছাত্রী লাঞ্ছিতের জেরে বাস শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ

বাস ভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল অবরোধ করেছেন শিক্ষার্থীরা
বিএম কলেজছাত্রী লাঞ্ছিতের জেরে বাস শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ
প্রকাশিত

বাস ভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকালে থেকে অবরোধ শুরু হয়। ফলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসহ বিভাগের অভ্যন্তরীণ ছয়টি রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। ছাত্রী হেনস্তায় জড়িতদের বিচারসহ আট দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তারা জানান, বিএম কলেজের এক ছাত্রী আজ ঝালকাঠি থেকে বাসে বরিশালে যান। শিক্ষার্থী হিসেবে তিনি অর্ধেক ভাড়া দেন। এ নিয়ে সুপারভাইজারের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।

ছাত্রীর অভিযোগ, তাঁকে হেনস্তা করেছেন বাস শ্রমিকরা। তিনি ঘটনাটি বিএম কলেজে সহপাঠীদের জানান। বিকেলের দিকে একদল শিক্ষার্থী প্রতিবাদ জানাতে রূপাতলী বাস টার্মিনালে যান। তখন দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বাস শ্রমিকদের অভিযোগ, শিক্ষার্থীরা শ্রমিক ইউনিয়ন অফিস ও কয়েকটি বাস ভাঙচুর করেছেন।

বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, সহপাঠী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ জানাতে আমরা রূপাতলীতে যাই। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। টার্মিনালের কারও সঙ্গে কথা বলিনি। উল্টো শ্রমিকরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করেছেন। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, শিক্ষার্থীরা হামলা-ভাঙচুর ও সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। তারা সেটা না করে মালিক সমিতিতে অভিযোগ দিলে সমিতি যথাযথ ব্যবস্থা নিত।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো– ছাত্রী হেনস্তাকারী বাস শ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, হামলায় আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান, বরিশাল বিভাগের সব রুটে আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর, কোনো বাসে শিক্ষার্থী হেনস্তা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল ও কর্মচারীকে আইনের আওতায় আনা, দ্রুত সময়ের মধ্যে বাস মালিক সমিতিতে নির্বাচিত কমিটি গঠন, আধুনিক বাস সেবা ও ডিজিটাল ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রশিক্ষিত চালক নিয়োগ এবং বাস টার্মিনালে চাঁদাবাজি বন্ধ।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু’পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মহাসড়কে যান চলাচল বন্ধ। ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com