বরিশালে ড্রেনে পড়ে ছিল যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ

বরিশালে ড্রেনে পড়ে ছিল যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ

বরিশাল নগরীর ড্রেন

প্রকাশিত

বরিশাল নগরীর ড্রেন থেকে মোহাম্মদ মোমিন মিয়া নামে (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর বটতলা বাজার এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ মোমিন মিয়া (৩২) নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।


কোতোয়ালি মডেল থানার এসআই এইচএম সজল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মোমিন। সকালে নগরীর বটতলা বাজারসংলগ্ন এলাকায় আব্দুর হামিদ মিয়া সড়কের ড্রেনের তার মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মৃত মোমিনের ভাই যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, ‘শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েও ভাইয়ের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com