কুয়াকাটায় পাখি মাছ দেখতে উৎসুক জনতার ভিড়

কুয়াকাটায় পাখি মাছ দেখতে উৎসুক জনতার ভিড়

কুয়াকাটা মৎস্য মার্কেটে দেখা মিলেছে খি মাছের। ছবি : সংগৃহীত

প্রকাশিত

সাগরকন্যা খ্যাত কুয়াকাটা মৎস্য মার্কেটে এবার দেখা মিলেছে বিশালাকৃতির একটি পাখি মাছের। বিক্রির জন্য এ মৎস্য বন্দরে মাছটি নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ১ মণ ৬ কেজি ওজনের এ মাছটি আজ বুধবার (৯ অক্টোবর) সকালে আড়তে নিয়ে এলে তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

তবে সমুদ্রগামী জেলেরা জানান, উপকূলে এসব সামুদ্রিক মাছের চাহিদা না থাকায় নিলামে দাম হাঁকিয়ে মো. হাসান নামের এক ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে ৯ হাজার ২০০ টাকায় মাছটি ক্রয় করেন।

জেলে সোহেল রানা বলেন, পাখি মাছ এখন কম ধরা পড়ছে। সমুদ্রে শক্তিশালী এ মাছগুলো আগে আরও বেশি ধরা পড়ত। সকালে কুয়াকাটার এ বাজারে নিলামে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। কিন্তু জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকেন। এ মাছগুলো সমুদ্রের গভীর থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরও বড় বড় সাইজের পাখি মাছ জেলেরা শিকার করতে পারবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com