
পিরোজপুরে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি খালে পড়ে আট যাত্রীর সবাই নিহত হয়ন। ছবি: সংগৃহীত
নিহতদের মধ্যে চারটি শিশু, দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি প্রাইভেট কার কুয়াকাটা থেকে নেত্রকোনায় যাচ্ছিল। পথে রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে খালে পড়ে যায়। বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে একে একে শিশুসহ গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করেন। তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। নিহতদের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।