সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।

প্রকাশিত

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকায় অভিযান এসব ইলিশ জব্দ করা হয়।


বিজিবি জানায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন খবর পেয়ে বাংলাবাজার বিওপির টহলদল আনুমানিক রাত ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদল ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করে। জব্দ করা ইলিশের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com