বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ
প্রকাশিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। সাংগঠনিক অচলতা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কথা জানিয়ে পদত্যাগ করেছেন তারা।

মঙ্গলবার (২৪ জুন) এক যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটি থেকে পদত্যাগকারীরা হলেন- ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা।

বিজ্ঞপ্তিতে তারা জানান, লেজুড়বৃত্তিহীন রাজনীতির কথা বলে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়ে সাংগঠনিক শূন্যতা তৈরি করেছেন। লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা ও জুলইয়ে গড়ে ওঠা ছাত্র জনতার ঐক্য বিনাশ করেছেন। তারা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হওয়ার চাঁপ দিচ্ছেন। এছাড়া সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়ে পরেছেন। এসব কর্মকাণ্ডে গণঅভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে পদত্যাগকারীরা বিব্রতবোধ করছেন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, তাদের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। তারা সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

এর আগে একই অভিযোগ তুলে গত ১ জুন সংগঠনটি থেকে পদত্যাগ করেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com