
গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা। সোমবার (৩ মার্চ) সকালে প্যানারোমা অ্যাপারেলস কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর পর গুজব ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, প্যানারোমা অ্যাপারেলস কারখানার নারী শ্রমিক আফসানা আক্তার লাবনী (৩০) পারিবারিক দ্বন্দ্বের জেরে রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ভোর পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত্যুর পর কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। সকাল আটটার দিকে তারা কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাইরে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক উন্মুক্ত করেন। সকাল দশটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ আশপাশের অন্যান্য পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। বোর্ড বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর জয়দেবপুর সড়ক ও গাজীপুর টাঙ্গাইল সড়কের উভয় পাশে প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে নিয়ন্ত্রণ বজায় রাখলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। নিহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।