ফেসবুকে পোস্ট নিয়ে সংঘর্ষে ছাত্রদল-যুবদল নেতাসহ আহত ৩

ফেসবুকে পোস্ট নিয়ে সংঘর্ষে ছাত্রদল-যুবদল নেতাসহ আহত ৩

গ্রাফিক্স : দ্য মেট্রো টিভি

প্রকাশিত

রাঙামাটির বাঘাইছড়িতে ফেসবুক পোস্ট কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঘাইছড়ি পৌর যুব দলের সদস্য মো.ইব্রাহিম, বাঘাইছড়ি পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ ও একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম পাওয়া যায়নি। আহতরা সবার বাঘাইছড়ি পৌর এলাকার বাসিন্দা।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী জানান, বিষয়টি তাদের ব্যক্তিগত, ফেসবুক পোস্ট নিয়ে আমাদের কিছু ছেলে হাতাহাতিতে জড়ালে এতে তিনজন আহত হয়। আহতরা সবাই আমাদেরই লোক।

এই বিষয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, দলীয় শৃঙ্গলা ভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com