টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত আটোরিকশা চালক উদ্ধার

টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত আটোরিকশা চালক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত আটোরিকশা চালককে ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশিত

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত আটোরিকশা চালককে ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া অপহৃত আটোরিকশা চালক আবু সিদ্দিক (২১) একই ইউনিয়নের পরানিয়াপাড়ার মো. হোছনের ছেলে।


গ্রেফতাররা হলেন: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার আবুল খায়েরের ছেলে মো. তারেক হোসেন (২৮) ও একই এলাকার কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (২৬)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে আবু সিদ্দিক তার আটোরিকশা নিয়ে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় যান। এ সময় বাংলাবাজার থেকে টেকনাফের মোচনী এলাকা পর্যন্ত যাওয়ার জন্য আটোরিকশা ভাড়া নেন সাহাব উদ্দিন ও ইয়াছিন আরাফাত নামে দুই জন। গাড়িটি নিয়ে  মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সামনে শুক্কুর মিয়ার ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ১০/১২ জন অপহরণকারী সদস্য গাড়িসহ আবু সিদ্দিককে অপহরণ করে। এরপর আবু সিদ্দিকের ফোন থেকে বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়, না হলে আবু সিদ্দিককে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে আবু সিদ্দিকের বাবা মো. হোছন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করে।


ওসি জানান, মামলার সূত্র ধরে গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের বর্তমান অবস্থান শনাক্ত করে পুলিশের অভিযানিক দল ভোরে নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অভিযান চালায়। এ সময় অপহৃতকে উদ্ধার করে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com