ঘাটাইলে স্কুলবাসে ডাকাতি: পুলিশ বলেছে 'কেউ অভিযোগ দেয়নি'

ঘাটাইলে স্কুলবাসে ডাকাতি: পুলিশ বলেছে 'কেউ অভিযোগ দেয়নি'
প্রকাশিত

টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গত ১০ দিনে একই সড়কে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে মঙ্গলবার ভোরে শিক্ষা সফরে যাওয়া চারটি স্কুলবাস ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্মার্টফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় দুজনকে মারধরও করা হয়।

ঘটনার বিস্তারিত জানা গেছে, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরে নাটোরের গ্রীনভ্যালি পার্কে যাচ্ছিলেন। চারটি বাসে করে তারা রাতেই রওনা দেন। ভোর সাড়ে চারটার দিকে ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়েন তারা।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানান, সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে রেখে ডাকাতরা বাস আটকে দেয়। এরপর ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাসে আঘাত করতে থাকে এবং পেছনের বাস থেকে মালপত্র লুট শুরু করে। তিনি দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, তিনটি বাসের যাত্রীদের কাছ থেকে মালপত্র লুট করা শেষ।

খলিলুর রহমান আরও বলেন, ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ ও ১০টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। এ সময় স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও এক অভিভাবক শহিদুল্লাহ তালুকদারকে মারধর করা হয়। এ ছাড়া কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম ডাকাতদের ভয়ঙ্কর রূপ দেখে জ্ঞান হারান।

সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার জানায়, ডাকাতদের ভয়ে সে অনেক কেঁদেছে। এখনও তার ভয় কাটেনি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা সাতটি মোবাইল ও দুই হাজার ৭০০ টাকা লুট করেছে। তবে এ ঘটনায় এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন জানান, লক্ষণের বাধা এলাকায় মাঝে মধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। গত বুধবারও একই স্থানে ডাকাতি হয়েছে।

এদিকে, গত ১৫ ফেব্রুয়ারি একই সড়কের সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা এলাকায় ডাকাতি হয়। ওই ঘটনায় ১০টি ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল আটক করে ডাকাতরা চালকদের কাছ থেকে নগদ টাকা ও স্মার্টফোন লুট করে। এ ছাড়া গত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘাটাইলের পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাড়িগুলো থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘাটাইল উপজেলা সদর থেকে সাগরদীঘি পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা ডাকাতদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com