মিরপুরে ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ একজন গ্রেফতার

মিরপুরে ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ একজন গ্রেফতার

গ্রেফতারকৃত প্রকাশ ওরফে পকা

প্রকাশিত

রাজধানীর মিরপুর এলাকার একটি বাসার ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

চুরির ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বাদী মোঃ সানিউল জাদীদ রিপন এর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মিরপুর মডের থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সানিউল জাদীদ রিপন মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১০৬৪/১ নং বাসার ২য় ও ৩য় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। গত ২২ সেপ্টেম্বর ২০২৪ রাত আনুমানিক ১২:৩০ টার দিকে বাদী ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক ০৬:৪০ টার সময় ২য় তলার ফ্ল্যাটে বসবাসরত বাদীর মা ঘুম হতে উঠে দেখেন তার শোবার ঘরের জানালা খোলা ও তার ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটি নেই। সে সময় বাদী ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের ৩য় তলার ফ্ল্যাটের মূল দরজা খোলা ও ঘরের আসবাবপত্র এলোমেলো। তারা দেখতে পান ড্রয়িং রুমের টেবিলের উপর রাখা তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি নেই। ভ্যানিটি ব্যাগের মধ্যে একটি অ্যাপল ওয়াচ, একটি এয়্যার পড, এক জোড়া স্বর্ণের দুল, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ নগদ ৬৫ হাজার ৫০০ টাকা ছিলো।

মামলা রুজু হওয়ার পর মিরপুর মডেল থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত প্রকাশ ওরফে পকাকে শনাক্ত করে। পরবর্তীতে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত ১২:৩০টায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ভিভো মোবাইল ফোন ও অ্যাপল ওয়াচ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com