শেরেবাংলা নগর থেকে দুইজন পেশাদার রিকশা চোর গ্রেফতার

শেরেবাংলা নগর থেকে দুইজন পেশাদার রিকশা চোর গ্রেফতার

 ছবি : সংগৃহীত

প্রকাশিত

ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ দুইজন পেশাদার রিকশা চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মো: নজরুল মিয়া ও মো: রুবেল মিয়া।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের আট তারিখ কয়েকজন ব্যক্তি আগারগাঁও শিশু হাসপাতালের সামনে থেকে এক ব্যক্তির ব্যাটারী চালিত রিক্সা ভয় দেখিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার নজরুল ও রুবেল নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নজরুলের নামে ডিএমপির কদমতলী থানায় ও রুবেলের নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি করে চুরি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com