জামায়াত নেতা-কর্মী সবচেয়ে বেশি অন্যায়-আক্রোশের শিকার হয়েছে

জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমীর ডা. শফিকুর রহমান খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এই অভিযোগ করলেন।
খেলাফতে মজলিসের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহিত।

খেলাফতে মজলিসের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহিত।

প্রকাশিত

গত দেড় দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছে বলে মন্তব্য করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সামনের দিনগুলোতে বাংলাদেশ চলবে চব্বিশের (২০২৪ এর জুলাই ও আগস্ট মাসে) মুক্তিযুদ্ধে অংশ নেয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।’

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে এ কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

এতে জামায়াত ছাড়াও অংশ নেন বিএনপি, এবি পার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।

এ দিন সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com