
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়ছে।
সোমবার(২১ জুলাই) ভোরে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ের টং পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
মূলত গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি অভিযানে গেলে ইউপিডিএফের সাথে গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছ হটে।
পরে ঘটনাস্থল থেকে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।