মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারীর পাশে সিএমপি

মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারীর পাশে সিএমপি
প্রকাশিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং এক অনন্য উদাহরণ স্থাপন করেছে।

শুক্রবার ( ০৯ আগস্ট) দুপুরে নগরীর দেওয়ানহাট মোড়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা দেখতে পান, এক মানসিক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাৎক্ষণিকভাবে তারা নারীর পাশে দাঁড়ান এবং পথচারী নারীদের সহায়তায় নিরাপদে সন্তান প্রসবের ব্যবস্থা করেন।

পরবর্তীতে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনেই সুস্থ আছেন। সিএমপি’র এ উদ্যোগ জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশ পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও এক নির্ভরযোগ্য বন্ধু।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com