সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর চাঁদপুর পুলিশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর চাঁদপুর পুলিশ

শৃঙ্খলা ফেরাতে রাস্তায় কর্ম তৎপরতা চাঁদপুর ট্রাফিক পুলিশের। ছবি:

প্রকাশিত

গত প্রায় আড়াই মাস ধরে ঢিমেতালে চলার পর চাঁদপুরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে আবারও কার্যকর হয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।

যানজট নিরসন, নিয়ন্ত্রণহীন এবং অবৈধ যানবাহনের চাপ কমাতে এখন থেকে কঠোর অবস্থানে থাকবে ট্রাফিক বিভগ। সেই লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর শহরের বাবুরহাট, ওয়ারলেস, বাসস্ট্যান্ড, শপথ চত্বর এবং পালবাজার এলাকায় বেশ তৎপর ছিল ট্রাফিক পুলিশ।


এসময় চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সড়কে শৃঙ্খলা ফেরাতে নিজেই হ্যান্ডমাইকে ঘোষণা দেন। 


তিনি জানান, সড়কে চলাচলকারী দূরদূরান্ত থেকে আসা যানবাহন এবং চাঁদপুর শহরবাসীর স্বস্তির জন্য নতুন করে কার্যকর ভূমিকা পালন করবে ট্রাফিক পুলিশ। এতে জনভোগান্তি কমে আসবে বলেও জানান তিনি। 

ইয়াসির আরাফাত আরও বলেন, চাঁদপুরে সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দশনা এবং সরাসরি তদারকিতে শুধু জেলা শহরেই নয়, পুরো চাঁদপুরে দিনরাতে কাজ করবে ট্রাফিক পুলিশ।


মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হওয়া ট্রাফিক পুলিশের এরইমধ্যে বেশকিছু অবৈধ যানবাহন আটক ও জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com