কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশিত

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  এদিন সন্ধ্যায় কামাল হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্তবর্তী পাহাড়পুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে দেখে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 

ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। মরদেহ নিয়ে আসার জন্য চেষ্টা করছে বলে জানায় বিজিবি। নিহত কামাল হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়ার বাসিন্দা। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পঞ্চগড় সীমান্ত দিয়ে রাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com