কুমিল্লয় বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা

প্রকাশিত

বিএনপর দুই গ্রুপের সংঘর্ষে সেলিম ভূঁইয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

এছাড়াও আহত হয়েছেন অন্তত ৭জন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক।

সেলিম উপজেলার হেসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক এবং হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

জানা যায়, শনিবার পেরিয়া ইউপির কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার আলোচনা সভার আয়োজন করা হয়। অপরদিকে বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উভয় কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। পরে হামলায় সেলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলে মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী-সমর্থকদের হামলায় সেলিম নিহত হয়েছেন। এছাড়াও ৫-৭ জন আহত হয়েছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি দাওয়াতে ছিলাম আমরা। এ ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com