কক্সবাজারে শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

কক্সবাজারে শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে শহীদ পরিবারগুলোর খোঁজ-খবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত

প্রকাশিত

বৈষম্যবিরোধী ছাত্রজনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও আ.লীগ সন্ত্রাসী কর্তৃক নিহত কক্সবাজার জেলার শহীদ নুরুল মোস্তফা, শহীদ তানভীর সিদ্দিকী ও শহীদ ওয়াসিম আকরামের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেলটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

কক্সবাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ, সদস্যসচিব সরোয়ার রোমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান প্রমুখ। এ ছাড়া কক্সবাজার জেলা ও স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com