থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ মো. ইব্রাহিম খলিল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার
প্রকাশিত

বুধবার (৯ অক্টোবর) রাতে সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইব্রাহিম খলিল সোনাইমুড়ী থানার পৌরসভার ৫ নং ওয়ার্ডের নুনু মেম্বার বেপারী বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে।

গ্রেপ্তার ইব্রাহিম খলিলের কাছ থেকে লুট হওয়া পাঁচটি ১২ বোর শর্টগানের কার্তুজ, তিনটি ৩৮ এমএম শর্ট রেঞ্জ টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অস্ত্র লুট, হত্যাকাণ্ড ও অগ্নি সংযোগে তিনি জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের তথ্যে পৌরসভা ৩নং ওয়ার্ডের পাপুয়া গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির ফয়সালের বসত ঘর থেকে পাঁচটি ১২ বোর শর্টগানের কার্তুজ ও তিনটি ৩৮ এমএম শর্ট রেঞ্জ টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট থানার তিন পুলিশ সদস্য নিহত হয় এবং স্থানীয় ছাত্র-জনতা নিহত হয়। এসময় থানায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com