শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৈশ্বিক উঞ্চতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই জানিয়ে সেনাপ্রধান বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে সব স্থানেই পরিবেশ দূষণ হচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে এর মাত্রা কমিয়ে আনা সম্ভব। এ ছাড়া শব্দ দূষণের বিষয়েও আমাদের আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধিরাসহ কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।