অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশের অভিযানে হট্রগোল, আটক ৪

অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশের অভিযানে হট্রগোল, আটক ৪
প্রকাশিত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশের অভিযানে পরিবহন শ্রমিকদের সঙ্গে উত্তেজনা ছড়ায়।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুল হামিদ জানান, মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। কেউ রাস্তায় অবৈধভাবে যানবাহন দাঁড় করাতে পারবে না। এছাড়া এখানে যে সকল সিএনজি ও হ্যালোবাইক রয়েছে তার বেশিরভাগেরই নেই সঠিক কাগজপত্র।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করে আসছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com