প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
প্রকাশিত

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, প্রয়োজন ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা অর্জন সম্ভব নয়, বরং কোরআন-হাদিসভিত্তিক শিক্ষাই শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

সমাবেশে পরিষদের উপদেষ্টা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, দেশে ৯২ শতাংশ মানুষ মুসলমান হলেও শিক্ষাব্যবস্থায় ফরজে আইন হিসেবে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা হয়নি। তাই প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্য আলেম নিয়োগ দিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ‘গানের শিক্ষক নিয়োগ বাতিল করো’, ‘ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com