

রাজধানীর কদমতলী এলাকা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর মোঃ ওয়াশিম আহমেদ মুকছানের (৪০) সন্ধান মিলেছে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। ঘটনাটি তদন্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করে রহস্য উদঘাটন করেছে কদমতলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) ওয়াশিমের স্ত্রী শারমিন আক্তার টুম্পা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি জানান, ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫–৬ জন ব্যক্তি রাজাবাড়ী আলী বহর এলাকার তাদের ভাড়া বাসা থেকে ওয়াশিমকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
জিডির পরপরই কদমতলী থানা পুলিশ তদন্তে নামে। ভিক্টিমের বাবা-মা ও ভাইদের সঙ্গে যোগাযোগ করেও শুরুতে কোনো বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ মঙ্গলবার (৬ জানুয়ারি) মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ওয়াশিমকে উদ্ধার করে।
থানা সূত্র জানায়, ওয়াশিম মাদকাসক্ত ছিলেন এবং তিনি স্ত্রীসহ আলাদা ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সম্মতিক্রমে তার ছোট ভাই রাকিব—স্ত্রীর অজ্ঞাতসারে—ওয়াশিমকে নিরাময় কেন্দ্রে ভর্তি করান। তদন্তে আরও জানা যায়, ভোররাতে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে নেওয়া তুলনামূলক সহজ হওয়ায় ওই সময়টিই বেছে নেওয়া হয়। তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার কোনো সত্যতা পুলিশ পায়নি।
উদ্ধারের পর পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার আবেদনের প্রেক্ষিতে ওয়াশিমকে তার নিকট হস্তান্তর করা হয়।