দুই ঘণ্টার টানা বৃষ্টিতে ভিজল রাজধানী, জলাবদ্ধতায় ভোগান্তি

দুই ঘণ্টার টানা বৃষ্টিতে ভিজল রাজধানী, জলাবদ্ধতায় ভোগান্তি

রাজধানীতে টানা বৃষ্টিতে ডুবে যায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, জলাবদ্ধতায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

প্রকাশিত

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল মৌসুমি বায়ু বিদায় নেয়া শুরু করবে। শেষ সময়ে তাই অঝোরে ঝরিরে যাবে সে। আবহাওয়া পূর্বাভাস বলেছিল সোমবার (৭ অক্টোবর) ঢাকাসহ দেশের ৮ বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এরই অংশ হিসেবে তবে রাজধানীতে দুই ঘণ্টারও বেশি সময়ে বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ডুবে গেছে অনেক সড়ক। যে কারণে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।  

বৃষ্টির কারণে অনেককেই দোকানের ভেতরে, যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে। ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বহু মোটরসাইকেল চালককে। রেইনকোট পরে কেউ কেউ ঝুম বৃষ্টিতেই রওনা দিয়েছেন নিজ নিজ গন্তব্যে।

বৃষ্টিতে বিঘ্নিত হয় সড়কে যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ভ্যানচালকদের এই বৃষ্টিতে ভিজেই পণ্য পরিবহন করতে দেখা গেছে। গাড়িতে থাকা পণ্য যেন বৃষ্টিতে না ভিজে যায়, সেজন্য পলিথিন মুড়িয়ে বিশেষ ব্যবস্থায় পণ্য নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে অনেক চালককে।

এদিকে ফুটপাতের দোকানিরা নিজেদের ব্যবসার পসরা মিলিয়ে বসতে পারছেন না। অনেকে ত্রিপল ও ছাতা দিয়ে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে বৃষ্টির কারণে ক্রেতা মিলছে না অন্যান্য দিনের মতো। সব মিলিয়ে ভারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, দুই ঘণ্টার ঝুম বৃষ্টিতে নগরীর মগবাজার, বাংলামোটর, গ্রিনরোড, বংশাল, পুরান ঢাকা, সেগুনবাগিচা, পান্থপথ, তেঁজকুনিপাড়া, তেজতুরি বাজারসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়৷ কোথাও কোথাও হাঁটু পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় সেসব সড়কে চলাচল করা মানুষদের।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com