রাজধানীর যানজট নিরসন এবং সড়কগুলোতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল মুক্ত করতে ডিএমপির ট্রাফিক বিভাগ এর উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
সড়কের দুপাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি ফুটপাত দখল করে অবৈধ ভাসমান দোকান স্থাপনের ফলে যানজটের সৃষ্টি হয়। এতে নগরবাসী ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয়, যার কারণে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা।
ফুটপাত দখলমুক্ত করে ও সড়কে অবৈধ পার্কিং রোধ করে নগরবাসীকে স্বস্তি দিতে ডিএমপির সকল ট্রাফিক বিভাগ এর এই অভিযান অব্যাহত থাকবে।