সড়কে অনিয়ম একদিনে ৯৩৪ মামলায় ৩৬ লাখ টাকা জরিমানা

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ৯৩৪ মামলায় ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সড়কে অনিয়ম একদিনে ৯৩৪ মামলায় ৩৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ফাইল ছবি

প্রকাশিত

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৩৪টি মামলা দেয়া হয়েছে। অভিযানকালে ২১৮টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়। ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে। এ সময় ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com