মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৩৪টি মামলা দেয়া হয়েছে। অভিযানকালে ২১৮টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়। ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে। এ সময় ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।