ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
প্রকাশিত

রাজধানীর ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে।

লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, তারা ৩টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার আট মিনিটের মধ্যে লালবাগ ফায়ার সার্ভিস থেকে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। এরপরে লালবাগ ফায়ার স্টেশনের আরও একটি, হাজারীবাগের দুটি, পলাশীর দুটি, সিদ্দিকবাজার থেকে দুটিসহ মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com