
রিকশা ও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল করতে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই আদেশ অমান্য করলে আইনকানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, উল্টোপথে চলাচলের কারণে সড়কে যানজট বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা বহুগুণ বেড়েছে। ক্ষেত্রবিশেষে রিকশার যাত্রীগণও রিকশা চালককে উল্টোপথে যেতে প্ররোচিত করে থাকেন। আবার ঢাকা মহানগরীর যে সকল সড়কে বাস চলাচল করে ও রিকশা চলাচলের অনুমোদন নেই সে সকল সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়। অনুরুপভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেলও উল্টোপথে চলতে দেখা যায়।
দুর্ঘটনা এড়াতে এখন থেকে সংশ্লিষ্ট চালকদের ডিএমপি’র নতুন নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে।