হাদি হত্যাকাণ্ড: বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ

হাদি হত্যাকাণ্ড: বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ
প্রকাশিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ।

রোববার (২৮ ডিসেম্বর) তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বয়সি মানুষ। হত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিন বেলা ১১টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিবৃতি থাকায় তা পিছিয়ে দুপুর ২টায় নেয়া হয়।

এদিকে, সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীকালে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে কয়েক দিন ধরে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com