অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০ জন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০ জন
প্রকাশিত

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪০ (চল্লিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, মিরপুর, রুপনগর ও শেরেবাংলা থানা পুলিশ। এর মধ্যে মুগদা থানা ২৫ জন, মিরপুর মডেল থানা তিনজন, রূপনগর থানা নয়জন ও শেরেবাংলা থানা তিনজনকে গ্রেফতার করেছে।

মুগদা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সুশীল চন্দ্র শীল (৩০) ২। আরিফূল ইসলাম সিয়াম (২২) ৩। ফখরুল ইসলাম ( ২৬) ৪। মো. রাজু (২৭) ৫। মো. সিয়াম আহমেদ সৌরভ (২২) ৬। সুমন ৭। মো. সাইফূল ইসলাম (২৪) ৮। মো. রাসেল ওরফে প্রিন্স ৯। মো. রিপন (৫০) ১০। মো. জাহিদুল ইসলাম (২৭) ১১। সজীব (২৬) ১২। মো. সাকিব ( ১৮) ১৩। মো. শাহ আলম ( ৪৮) ১৪। আবুল কালাম ( ৫০) ১৫। মো. শাওন শেখ ( ২৫) ১৬। মুনরুজ্জামান মনির (২৪) । ১৭। মো. মনিরুল ইসলাম (২৫) ১৮। মো. মোখলেছ (২২) ১৯। মো. হামিদুল ইসলাম (২২) ২০। আতিক হাসান (২০) ২১। যুবরাজ হোসেন জুবায়ের (২৫) ২২। জামিল হোসিন (২৩) ২৩। মেহেদী হাসান (২২) ২৪। মো. জমসের আলী ও ২৫। অক্ষয় কুমার দাস (২৮) ।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ টিটু মিয়া ২। মো. মিনারুল ইসলাম ও মো. কাসেম মিজি

অন্যদিকে রুপনগর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। শাওন (১৯) ২। মোঃ মিরাজ (২৬) ৩। মো. ইয়াছিন (২৫) ৪। মো. বিল্লাল (২৯) ৫। মো. নাদিম মোল্লা (২৫) ৬। মিরাজুল ইসলাম সোহান (৩০) ৭। ইমদাদুল (২৮) ৮। শহীদুল হোসেন (৩৫) ও ৯। নুরুল হক (৩৮) ।

তাছাড়া শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ শুক্কুর আলী (২৮) ২। মোঃ ইমরান হোসেন (২৭) ৩। মো. সাগর (২০)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com