সরকার নির্ধারিত দামের ধারে কাছেও নেই ডিমের দাম, ভোক্তার অভিযান

গেল কয়েকদিনে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে ফরিদপুরের ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে প্রতিটি ডিমের মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়।
সরকার নির্ধারিত দামের ধারে কাছেও নেই ডিমের দাম, ভোক্তার অভিযান

ডিমের দোকান গুলোকে নির্ধারিত দাম রাখার জন্য সতর্ক করে দেয় ভোক্তা অধিদফতর। ছবি: সংগৃহীত

প্রকাশিত

তাই এবার ডিমের মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় ডিমের দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে একতা ট্রেডার্স নামে একটি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য সব ডিমের দোকান গুলোকে ডিমের সঠিক মূল্য নির্ধারণ নিয়ে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, শহরের চকবাজারের বিভিন্ন দোকানে গিয়ে ডিমের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়। এ সময় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অভিযোগে একতা ট্রেডার্সের মালিক মো. জাহিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com