টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলার

টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলার
প্রকাশিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এসময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের মুদিদোকানি সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা। এসময় স্থানীয়রা পুলিশের গাড়ি গতিরোধ করলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। পরে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com