
ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়েছে আহত করা হয়েছে
ফরিদপুরের মধুখালীতে সৌগত বসুর বাড়িতে বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় এজাহার করা হয়েছে। আজ শনিবার রাতের মধ্যেই মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আজকের পত্রিকার সাংবাদিক নিজস্ব প্রতিবেদক।
আজ শনিবার বিকেলে মধুখালী থানায় সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে এজাহার করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি হিসেবে উল্লেখ করেছেন তিনি। অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করতে বাড়িতে প্রবেশ করেছিল এবং হামলাকারীকে অন্ধকারে চেনা যায়নি বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন পূর্বপাড়ার বোস বাড়িতে এ ঘটনা ঘটে। এতে সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫) আহত হন। তাঁরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।