ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
প্রকাশিত

ফরিদপুরের সদরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হরিমন বিশ্বাস দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে থাকা যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন।

প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মাদারীপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে প্রায় ৩৫ যাত্রী আহত হন। তাদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। প্রায় সবাই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com