সাভারে দিনের বেলা বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

সাভারে দিনের বেলা বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩
প্রকাশিত

সাভারের পুলিশ টাউন এলাকায় দিনদুপুরে একটি যাত্রীবাহী বাসে দিনের বেলা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বাসের কয়েকজন যাত্রী বাঁধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে চালকের সহকারীসহ ৩জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী জানান, শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল।

দুপুর সাড়ে ১২ টার দিকে বাসটি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বাসটি থামানো হয়। এ সময় ২জন ছিনতাইকারী ধারালো চাকু হাতে বাসে উঠেই সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইনও ছিনিয়ে নেন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাসের পেছনের দিকের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় কয়েকজন বাসযাত্রী তাদের বাধা দেন।

এসময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে ওই যাত্রীদের আঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসযাত্রী শহিদুল ইসলাম বলেন, বাসে ১৫-২০ জন যাত্রী ছিল। সবাই ইচ্ছেমতো ফাঁকা ফাঁকা ছিটে বসেছিল। প্রথমেই ছিনতাইকারীদের বিষয়টি আমি বুঝতে পারিনি, ভাবছিলাম ভাড়া নিয়ে তর্ক হচ্ছে।

পরে যখন ছিনতাইকারীরা পেছনের দিকে যায় এবং একজন নারীর গলার চেইন নিয়ে নেয় তখন তার চিৎকারে সবাই বিষয়টি বুঝতে পেয়ে তাদের ধরার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীরা বাসের চালকের সহরকারীসহ ২জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com