এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন জনসমাবেশ মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধের ঘোষণা জিএমপির

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন জনসমাবেশ মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধের ঘোষণা জিএমপির
প্রকাশিত

গাজীপুর মেট্রোপলিটন এলাকায় সংযুক্ত তালিকায় বর্ণিত ৩৮ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১০/০৪/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা এবং বিকাল ১৪.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা/২০২৫ অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে আগামী ১০/০৪/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা এবং বিকাল ১৪.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

আদেশ সমূহঃ

(ক) পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে এবং পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ০৫(পাঁচ) বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও কোন মিছিল সমাবেশ করতে পারবে না।

(খ) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না।

(গ) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা এ জাতীয় কোন যন্ত্রদ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবে না।

(ঘ) কোন অননুমোদিত ব্যক্তি বা ব্যক্তিগণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com