
গাজীপুর মেট্রোপলিটন এলাকায় সংযুক্ত তালিকায় বর্ণিত ৩৮ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১০/০৪/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা এবং বিকাল ১৪.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা/২০২৫ অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে আগামী ১০/০৪/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা এবং বিকাল ১৪.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আদেশ সমূহঃ
(ক) পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে এবং পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ০৫(পাঁচ) বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও কোন মিছিল সমাবেশ করতে পারবে না।
(খ) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না।
(গ) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা এ জাতীয় কোন যন্ত্রদ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবে না।
(ঘ) কোন অননুমোদিত ব্যক্তি বা ব্যক্তিগণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।