স্বপ্ন অপূর্ণ রেখেই প্রবাসে প্রাণ হারালেন নারান্দি গ্রামের আওলাদ

স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসার তার। মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সব যেন শেষ হয়ে গেল।
ছবিতে আওলাদ হোসেন। সংগৃহিত।

ছবিতে আওলাদ হোসেন। সংগৃহিত।

প্রকাশিত

স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে অর্থ রোজগার করে স্ত্রী ও দুই ছেলে-মেয়ের জন্য উজ্জ্বল ভবিষ্যত নির্মাণ করবেন। সে লক্ষ্যেই মালয়েশিয়ায় পাড়ি জমান আড়াইহাজার উপজেলার নারান্দি গ্রামের আওলাদ হোসেন। কিন্ত দেশে ফিরল তার লাশ।

গতকাল শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আওলাদ হোসেন। পরিবারের বরাত দিয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী এ তথ্য জানান।

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় তিনি। ধার-দেনা করে বিদেশ গেলেও শোধ করতে পারেননি সেই ঋণ।

ছোবহান আলী বলেন, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসার তার। মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সব যেন শেষ হয়ে গেল। 

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের আড়াইহাজার জোনের ফিল্ড অফিসার আমিনুল হক জানিয়েছেন, শনিবার সকালে পরিবারের কাছে আওলাদ হোসেনের মৃত্যুর খবর পৌঁছায়। খবর পেয়ে ওকাপের প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করেছে। তারা বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে দাফনকার্যের চেক গ্রহণ, ক্ষতিপূরণ বাবদ অর্থপ্রাপ্তি ও আনুষঙ্গিক বিষয়ে সরকারি সহযোগিতার বিষয়ে তথ্য দিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com