
রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে যে ভিডিও ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছড়িয়ে পড়া দুটি ভিডিও বহু পুরনো এবং এসবের সঙ্গে বর্তমান সময়ের কোনো যোগসূত্র নেই। কে বা কারা আজকের তারিখ উল্লেখ করে ভিডিওগুলো ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে — সেটি খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপি এক বিবৃতিতে জানায়, “উক্ত স্থানসমূহে এমন কোনো সহিংস ঘটনা সংঘটিত হয়নি এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনগণের মনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেই একটি কুচক্রী মহল পুরনো ভিডিও ও ছবি ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে।”
সংস্থাটি আরও জানিয়েছে, “যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ঢাকা মহানগর পুলিশ সম্মানিত নগরবাসীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছে, কেউ যেন এসব ভুয়া ভিডিও বা তথ্যের দ্বারা বিভ্রান্ত না হন এবং কোনো তথ্য যাচাই না করে তা শেয়ার করা থেকে বিরত থাকেন।