রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় ভায়াডাক্ট দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারন করেছে।
বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ট্রেন বন্ধ হয়ে যায়। ফলে উত্তরার যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হন। ফলে অফিস টাইমে সড়কে যাত্রীদের বাড়তি চাপ তৈরি হয়।
আবার উত্তরা থেকে মতিঝিলগামী যাত্রীরা মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার খবরটি না জানায় স্টেশনে এসেও ভোগান্তির শিকার হন অনেকে।
এদিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। গন্তব্যে পৌঁছানোর জন্য বাস কিংবা সিএনজি অটোরিকশায় ওঠারও সুযোগ মিলছে না অনেকের।
মতিঝিল যাওয়ার উদ্দেশে মিরপুর-১১ নম্বর থেকে মেট্রোতে উঠেন সিমা আক্তার। কিন্তু আগারগাঁওয়ে তাকে নেমে পড়তে হয়। সিমা বলেন, ‘মেট্রোতে ওঠার পর জানতে পারি মতিঝিল যাবে না। ট্রেন থেকে নেমে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। কোনো যানবাহনে উঠতে পারছি না। কয়েকটি বাসে ওঠার চেষ্টা করেও উঠতে পারিনি। তিল ধারনের জায়গা নেই বাসগুলোতে। খালি সিএনজিও পাচ্ছি না।’
সিমার মতো একই অবস্থা অনেক নারী-পুরুষ যাত্রীর। কেউ কেউ ফাঁকা রিকশা পেলেই ভাড়ার তোয়াক্কা না করে উঠে পড়ছেন।
যারা কোনোরকম যানবাহনের উঠতে পারছেন তাদের পড়তে হচ্ছে নতুন ভোগান্তিতে। কয়েক গজ আগাতে গাড়ি থমকে যাচ্ছে। কারণ, সিগন্যালে সিগন্যালে তীব্র যানজট!
সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত গুলিস্তান, পল্টন, বনশ্রী এবং ধানমন্ডি এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
সায়দাবাদ থেকে বাংলামোটরগামী তুষার আহমেদ বলেন, এই রাস্তা যেতে সাধারণত ৩০-৪০ মিনিট সময় লাগে। কিন্তু আজ ৩ ঘণ্টা লেগে গেছে।
এদকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘পথে বড় একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।’
এক বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।