‘চাঁদা চাইলে গাছের সঙ্গে বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন’

‘চাঁদা চাইলে গাছের সঙ্গে বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন’

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি'র গণ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।

প্রকাশিত

বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।

সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও নৈরাজ্যকারীদের প্রতিরোধে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাইমপুর এলাকায় বিএনপি'র গণ প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান।


পারভিন আক্তার বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তাই নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিরোধ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবার প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাদের গাছে সঙ্গে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’

জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারভিন আক্তার আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি সন্ত্রাসীদের ভয়ে কেউ থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না। আমরা এমন দেশ ও এমন প্রশাসন চাই যেখানে প্রশাসন হবে জনগণের। আর জনগণ হবে প্রশাসনের। কোন সন্ত্রাসী, অপরাধীর যেন এই সমাজে ঠাঁই না হয় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদা চায় তাদের গাছের সঙ্গে বেঁধে রাখবেন। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’

আড়াইহাজার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়ার সভাপতিত্বে গণ প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় সভাপতি শাহিদা গোল নাহার ইভা, বিআরডিডি'র সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনুসহ স্থানীয় নেতারা।


এর আগে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী পৃথক মিছিল নিয়ে এই গণ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com