খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই স্টেশনের ৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন।
স্থানীয়রা জানান, বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মসলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় আশপাশের ভবনের বাসিন্দারাসহ এলাকার শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন।
তারা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এই আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী আহত হয়েছেন।
তবে কীভাবে এ আগুনের সূত্রপাত এবং এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।