নওগাঁয় এসি ল্যান্ডের বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁয় এসি ল্যান্ডের বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত

গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। তার বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে উপজেলা এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে ৪ রাউন্ড গুলি ছোরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসার জানালার গ্লাস ভেদ করে গুলি রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক আরও জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com