রাজশাহীতে নারীর পোড়া মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রকাশিত

রাজশাহী নগরীতে মোসা. হেলেনা (৩৫) নামের এক নারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলেনার বাবার নাম নায়েক আলী। তিনি পার্শ্ববর্তী নামোভদ্রা রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভাড়া বাড়ির একটি ঘরে একাই বাস করতেন হেলেনা। দুই বছর আগে ডিভোর্স হলে রয়েল নামের এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। তবে রয়েলের প্রথম স্ত্রী থাকায় হেলেনার সঙ্গে প্রায়শই কলহ লেগে থাকত। শুক্রবার দিনগত রাতের কোনো এসময় হেলেনাকে কেউ হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা প্রতিবেদন পেলেই বলা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com