কেজি দরে বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিব নূর-ই-আলমের বিরুদ্ধে

কেজি দরে বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিব নূর-ই-আলমের বিরুদ্ধে

বিআরটিসির সচিব নূর-ই-আলমের বিরুদ্ধে কেজি দরে বাস বিক্রির অভিযোগ উঠেছে। ফাইল ছবি

প্রকাশিত

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা- বিআরটিসির কল্যাণপুর ডিপো থেকে গেল বছর ৯ এপ্রিল কেজি দরে বিক্রি করা হয় একটি বাস (মেট্রো-চ-৭৩৬০)। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অকেজো বাসটি বিক্রির অভিযোগে ওই ডিপোর দায়িত্বে থাকা সচিব নূর-ই-আলমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, ৫৩ সিটের টাটা কোম্পানির ডাবল ডেকার বাসটির রেজিস্ট্রেশন হয়েছিল ১৯৮৭ সালে।

বিআরটিসির মুখপাত্র কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার জানান, নূর-ই-আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। সুপারিশের ভিত্তিতে নেয়া হবে ব্যবস্থা।

বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

তবে, অভিযুক্ত নূর-ই-আলমের দাবি, ‘বিক্রির তালিকায় বিআরটিসির ঢাকা মেট্রো-চ-৭৩৬০ বাসটি ছিল না। ব্যক্তিগত আক্রোশে আমাকে অভিযুক্ত করা হয়েছে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com