গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলশান লেক। ছবি : সংগৃহীত

প্রকাশিত

সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর গুলশান লেকের ওপর নির্মিত অস্থায়ী স্থাপনা এবং তৎসংলগ্ন স্থানে যৌথ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদফতরের।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার (২২ অক্টোবর) এ অভিযান চালানো হয়।

অভিযানে লেক দখলের উদ্দেশ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা, তৎসংলগ্ন নার্সারি, টিনশেড রুম ও লেকের মধ্যে দখলকৃত বাঁশ ও নেট উচ্ছেদ করা হয় এবং ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষিত গুলশান-বারিধারা লেক দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। পরিবেশ অধিদফতর সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারসহ পরিবেশ অধিদফতর, ঢাকা মহানগর কার্যালয় টিম, রাজউক টিম এবং গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com