
রাজধানীতে তিন সমাবেশ ঘিরে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (৩ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, তিনটি সমাবেশ ঘিরে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশও সড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে।
ডিএমপির মুখপাত্র জানান, আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ১৭টি প্রতিষ্ঠানের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।