সমন্বয় কমিটিতে কোনো ইসলামিক স্কলারগণকে অন্তর্ভুক্ত করা হয়নি

সমন্বয় কমিটিতে কোনো ইসলামিক স্কলারগণকে অন্তর্ভুক্ত করা হয়নি

জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক । ছবি : সংগৃহীত

প্রকাশিত

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে, সমন্বয় কমিটিতে কোনো ইসলামিক স্কলারগণকে অন্তর্ভুক্ত করা হয়নি।

রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সমন্বয় কমিটির কার্য পরিধির ৪নং ও ৬নং ধারার নির্দেশনা অনুযায়ী পাঠ্যবইয়ে ধর্মীয় মতাদর্শ ও নৈতিক মূল্যবোধ যথাযথ আছে কিনা সেটা যাচাই করতে বলা হয়েছে এবং পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ও প্রদত্ত ছবি, ডায়াগ্রাম, তথ্য ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর বলে প্রতীয়মান হলে সেগুলো চিহ্নিত করে তার বিপরীতে মতামত প্রদান করার কথা বলা হয়েছে। আমরা মনে করি এসব বিষয়ে সংশোধন, পরিমার্জন ও মতামত প্রদানের জন্য সমন্বয় কমিটিতে প্রচলিত জ্ঞানের পাশাপাশি ধর্মীয় গভীর জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি।

সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে নবগঠিত কমিটির কার্যপরিধির ৮নং ধারা মোতাবেক সমন্বয় কমিটিতে ইসলামিক স্কলারগণকে অন্তর্ভুক্তির জন্য জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে জোর দাবি জানানো হয় এবং বিতর্কিত কেউ থাকলে তাকেও অপসারণের আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাও. এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু. আল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মহিউদ্দিন আকবর আলী, অর্থ সম্পাদক আজাদুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসউদুর রহমান প্রমুখ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com