টেকনাফে অপহরণ চক্রের সদস্য আলা উদ্দিন গ্রেফতার

টেকনাফে অপহরণ চক্রের সদস্য আলা উদ্দিন গ্রেফতার

পুলিশের হাতে গ্রেফতার অপহরণ চক্রের সদস্য আলা উদ্দিন।

প্রকাশিত

কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়কারি চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আলা উদ্দিন ওই এলাকার আবদুল মাবুদের ছেলে।


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকার আবদুস সালামের ছেলে আতিকুর রহমানকে (২১) অপহরণ করা হয়েছিল। পরদিন ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। পরে ২৯ সেপ্টেম্বর আতিকুরের পিতা বাদি হয়ে এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিল। পুলিশ অপহৃত আতিকুরকে উদ্ধার করে ৩০ সেপ্টেম্বর। এ মামলায় জড়িত আলা উদ্দিনকে শনিবার ভোরে গ্রেফতার। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com